Thoughts

স্বরূপানন্দ সঙ্গীতের ভার্বাথ ও চিন্তা ধারা:
স্বরূপানন্দ সঙ্গীত গুলির ভার্বাথ একমাত্র পরমেশ্বরের কাছে নিজেকে সর্মপিত করা। চিন্তাধারা হলো– অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সৎ চরিত্র গঠনের মূল মন্ত্রকে জগৎ বাসির কল্যাণার্থে, ভিক্ষাবৃত্তি না করে স্বাবলম্বন হওয়া, এবং একেশ্বরবাদ কে সুপ্রতিষ্ঠিত করার মানসে বানী ও কথাকে সুর, তাল, লয়ের সহযোগে মানুষের মনের সুকুমার বৃত্তি গুলিকে জাগিয়ে তুলে মানব সেবার কল্যাণার্থে নিজেকে নিবেদিত করার এক প্রেরনা মুলক আন্দোলনের সঙ্গীত।
স্বামীজী গানের বাণীতে বলেছেন–
১| সবারে আপন করি বিশ্বেরে করি ঘর,
নিখিল ভুবনে যেন কেহ নাহি থাকে পর।।
(মূর্চ্ছনা গান নং ১৬৯ স্বরূপানন্দ সঙ্গীত
স্বরলিপি ১ম খন্ড পৃষ্ঠা নং ৬০)
২| আমি তেমন মানুষ চাই,
মান অপমান পতন-মৃত্যু
গ্রাহ্য যাহার নাই।
(মন্দির গান নং ৩৬০ স্বরলিপি-১ম খন্ড পৃষ্ঠা নং-১৫)
৩| জাতের কথা তুলিস না আর
জাতের দিয়ে তো হবে কি
যেদিন কায়া করবি বদল
জাতের সেদিন রবে কি?
( মন্দির গান নং ৩৬৬ স্বরলিপি ১-ম খন্ড পৃষ্ঠা নং-৪৩)
৪| হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টীয়ান,
শিখ বা ইহুদি, মুসলমান
আমার চক্ষে সব সমান
যত আছে নানা জাতি,
সবাই আমার আপনার জন
সবাই আমার জ্ঞাতি।।
(মঙ্গল মুরলী গান নং ২৫ স্বরলিপি-তৃতীয় খন্ড প্রকাশের অপেক্ষায় আছে)।
৫| নিষ্কলঙ্ক চরিত্র যার
আসক্তিহীন মন,
নিত্যকালের কৈ সে মানুষ,
আমার ধ্যানের ধন।।
(মধুমল্লার গান নং ১৭৮ স্বরলিপি ২য় খন্ড পৃষ্ঠা-১০)
৬| বিশ্বের প্রতি আনাচে কানাচে
ছড়ানো তোমার বানী
সবারে শুনাবো তোমার রাগিণী
সাদরে বক্ষে টানি।।
(মঙ্গল মুরলী গান নং ২৯৭ স্বরলিপি ২য় খন্ড পৃষ্ঠা-৫৯)
৭|জগতেরে দিয়া সেবা
নিজে হবি লাভবান
বুকে এসে দেবে ধরা
স্বয়ং শ্রী ভগবান।।
(মন্দার মালা গান নং ৬ স্বরলিপি ৩য় খন্ড প্রকাশের অপেক্ষায় আছে)।