Samabeta Upasana
অধিকাংশ র্ধম প্রতিষ্ঠানের নেতৃ র্বগের বল্পনায় ও যেই সময়ে সমবেত উপাসনার কথা জাগে নাই তেমন সময়ে লোক গুরু অখন্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব সর্ব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নরনারী র্বগের পক্ষে সমভাবে আদরণীয় এই সমবেত উপাসনার প্রর্বত্তণ প্রচলন ও প্রতিষ্ঠ করেন। তাঁহার সমবেত উপাসনা এতকাল কন্ঠে কন্ঠে প্রসারিত হইয়া আসিতেছে, তাহাকে মুদ্রনালয়ের মধ্য দিয়ে সকলের সহজ জ্ঞাতব্য করার আবশ্য কথা অনুভূত ও হচ্ছে, সেই জন্য স্বরলিপি সম্বলিত প্রকাশিত সমবেত উপাসনা নামক পুস্তক হইতে সংগ্রহীত স্বরলিপি এই ওয়েবসাইটে প্রকাশিত হল সকলের সহজ শুদ্ধ সুর পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে।
Background history of “Samabeta Upasana”
Akhandamandaleshwar Sree Sree Swami Swarupananda Paramahansadev introduced, propagated and established “Samabeta Upasana” (Collective Worship) which is equally conducive to men and women belonging to all sects. Swamiji’s “Samabeta Upasana” has been spreading by word of mouth so far. That is, it is being communicated and propagated orally.
Musical background of “Samabeta Upasana”
সমবেত উপাসনা
Taal : একতাল
Raag : ভৈরবী
Write on : সমবেত উপাসনা প্রণালী
Music : অখণ্ডমন্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব
Notation by : সঙ্গীত বিশারদ সুখময় গঙ্গোপাধ্যায়
Notes : সমবেত উপাসনার মন্ত্রবানী স্তোত্র সমুহের বাংলা অর্থ উপাসনার প্রনালীতে উল্লেখ করা হয়েছে। তা ছাড়া উপাসনার সুর সহ স্তোত্র সমুহের বাংলা অর্থের সি ডি রেকর্ড সকলের জ্ঞের্তাথে বাংলাদেশ রহিমপুর অযাচক আশ্রম থেকে ও প্রকাশিত হয়েছে।