About Us
প্রকাশকের নিবেদন:
স্বরূপানন্দ সঙ্গীত র্বতমানে ভক্ত ও গায়ক শিল্পীদের সমাজে সমাদৃত হয়ে উঠেছে। প্রতি বছর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জন্ম মাস শুভ পৌষ মাসে তো বটেই, এছাড়াও প্রায় সারা বছরই বিভিন্ন স্থানে বিভিন্ন আসরে স্বরূপানন্দ সঙ্গীত ভক্তরা শ্রদ্ধা সহকারে পরিবেশন করে থাকেন। স্বরূপানন্দ সঙ্গীত গুলি পদমাধু্র্যে, সুরলালিত্বে, ভাবপেলবতায় ও অর্থের সরল সরসতায় সংঙ্গীত পিপাসু ভক্ত সমাজে স্থান করে নিয়েছে। গুনী গায়কেরা “স্বরূপানন্দ সঙ্গীত সম্মিলনী” করে মহান তাপসের রচিত সঙ্গীত সমূহ গেয়ে থাকেন। এ কারণে এদের পরিচয় দেবার জন্য অতি বিস্তারের আবশ্যকতা দেখিনা। স্বরূপানন্দ সঙ্গীত গুলি যাতে স্বরূপানন্দ জীর গীত সঙ্গীতের ধারা(ঘরানা) অক্ষুন্ন রেখে, শ্রী শ্রী বাবামণির নির্ধারিত সুর, রাগ, তাল, লয় অনুযায়ী শিল্পীরা অনুষ্ঠানে পরিবেশন করতে পারেন এবং যে গান গুলি শ্রী শ্রী বাবামণি স্ব কন্ঠে গেয়েছেন সেগুলি যাতে নির্ধারিত সুরে, তালে গাওয়া হয় সেই জন্যই গান গুলির সুর স্বরলিপির মাধ্যমে ভক্ত শিল্পীদের গাওয়ার সুবিধার জন্য প্রচার করা হলো।
স্বরূপ সাধন ডটকম ওয়েব সাইট সম্পূর্ণ সেবা মূলক অ-রাজনৈইতিক, অ-সাম্প্রদায়িক, কোন মঠ মিশন আশ্রমের সাথে যুক্ত নয়। শুধু মাত্র গুরুর আর্দশ প্রচার ও জগৎ কল্যাণার্থে সম্পুর্ন ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত। সমস্ত বিশ্ববাসির সকল মানুষের কল্যাণ কামনার্থে নিবেদিত এই মহান আধ্যাত্মিক সাধক, সভাকবি, সঙ্গীতজ্ঞের রচিত গান, কবিতা সাহিত্য ও আর্দশের সাথে সবাই পরিচিত হয়ে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের সৃষ্ট অখন্ড আদর্শ যেন সকল মানুষের মঙ্গল করতে পারে তারই জন্য আমাদের এই প্রচেষ্টা। কেউ যদি শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আর্দশ ও স্বরূপানন্দ সঙ্গীত সম্পর্কে কিছু লিখতে চান তবে অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদের লেখা ও মতামত সাইটে প্রকাশ করতে। মহান তাপসের সৃষ্ট অখন্ড আদর্শ ও সঙ্গীতের সুর র্মূছনায় যদি কেউ উপকৃত হন তবেই আমাদের এই শ্রম সার্থক হলো বলে মনে করবো।