Akhanda Sanhita


ভারতের র্ধম সাহিত্য ক্ষেত্রে অখন্ড সংহিতা নিজ মহিমায় একটি বিশেষ স্থান অধিকার করেছে। এতজ্জাতীয় বহু গন্থের মধ্যে অখন্ড সংহিতা এক বিশেষ কৌলীন্যের অধিকারী হয়েছে। জ্ঞান কর্ম প্রেমের সমন্বয়ের মধ্য দিয়ে অখন্ড সংহিতা নব ভারত গঠনের এক অমোঘ ইঙ্গিত প্রদান করছে। অখন্ড মডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অধিকাংশ উপদেশই প্রত্যহিক সমস্যায় ক্লিষ্ট দুঃখ জর্জরিত জনসাধারণের প্রানে শান্তির সুশীতল প্রলেপ প্রদান করেছে, সাধারনের নিকটে প্রদত্ত ব্যক্তিগত উপদেশ সমূহ এক অসাধারণ মহিমা মন্ডিত অবিনশ্বর সাহিত্য পরিনত হয়েছে। কোন ও সাম্প্রদায়িক মতবাদের উপরে কটাক্ষ ইঙ্গিত বা আক্রমণ না করে সহজ সরল স্বাদিষ্ট ভাষায় শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব নানা সম্প্রদায়ের সাধকদের হিতোপদেশ দিয়েছেন। একটি প্রানীর ও ভাব বঙ্গ হয়নি, যে কোন সম্প্রদায়ের লোক তাঁর শ্রী মুখ নিঃসৃত বানী হতে সংগ্রহ করেছে শ্বাসের বায়ু, প্রানের গতিশীলতা এবং স্বকীয় লক্ষের একনিষ্ঠা। এই জন্যই অখন্ড সংহিতা কোন ও সাম্প্রদায়িক র্ধম গ্ৰন্থ নয়। এটি নবযুগের নূতন বেদ নবজীবন গঠনের নূতন উপনিষদ।

যে হেতু সঙ্গীত ও স্বরলিপি সম্পর্কিত বিষয় নিয়ে আমরা এই website এ চর্চা করছি তাই অখন্ড সংহিতা নিয়ে আর বিস্তারিত কোন আলোচনা না করে অখন্ড সংহিতায় সংকলিত অখন্ড সঙ্গীত –“খন্ড আজিকে হোক অখন্ড” এই গানটির স্বরলিপি সকলের সুবিধার্থে গীত হওয়ার জন্য দেওয়া হলো। তবে পরবর্তীতে মূল্যবান উপদেশাবলি সংকলিত গ্রন্থ অখন্ড সংহিতার ২৪ টি খন্ড website এ প্রকাশের আশা রাখি।







Background history of song “Khando ajike hok akhondo”

কৃতজ্ঞতা স্বীকার : উত্ত সঙ্গীতের স্বরলিপি ভারতের পশ্চিম বঙ্গের ইছাপুর নিবাসিনী শ্রীমতি জোৎস্না দাস কতৃক প্রকাশিত স্বর মন্দির স্বরলিপি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।


Musical background of song “Khando ajike hok akhondo”

অখন্ড সঙ্গীত

Taal : ভৈরবী

Raag : একতাল

Write on : মন্দির গান নং ৩৫৮

Music : অখণ্ডমন্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব

Notation by : সঙ্গীত বিশারদ সুখময় গঙ্গোপাধ্যায়

Notes : অখন্ড সঙ্গীতটি যে কোন অখন্ড অনুষ্ঠানে সভার শুরুতেই সমবেত কণ্ঠে গীত হইয়া থাকে। সঙ্গীতটি গীত হইবার প্রাক্কালে সবাইকে দাঁড়াইয়া এই সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করিতে হয় বিধায় গান খানিতে কোন রূপ পুনরাবৃত্তি করিবার প্রয়োজন নাই।



Bengali lyric & Swarolipi of song “Khando ajike hok akhondo”

PDF1